শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বন্দরে ইটভাটার অপরিকল্পিত বিদ্যুৎ লাইনে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে হান্নান (১০) নামে একটি শিশুর করুণ মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কেওঢালায় মঙ্গলবার (১২ নভেম্বর) আনুমানিক দুপুর ২ টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত হান্নান কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাজীরখোলা গ্রামের নবী হোসেনের ছেলে ও পূর্ব কেওঢালা এলাকার আব্দুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
এলাকাবাসী জানান, নিহত শিশু হান্নানের মা পিয়ারা বেগম নিকটস্থ টাটা ইটভাটার শ্রমিকদের রান্নাবান্নার কাজ করেন। প্রতিদিনের ন্যায় শিশুপুত্র ভাড়া বাসায় রেখে কাজে চলে যায়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে খেলার ছলে পাশ্র্ববর্তী আমির আলীর নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে উঠে। এসময় সেই ছাদের খুব কাছ দিয়ে যাওয়া শফিউল্লাহ মিয়ার মালিকানাধীন এসকেবি ব্রিক্স ফিল্ডের জন্য সংযোগ দেয়া ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ লাইনে হাত দিলে সাথে সাথে বিকট শব্দে শিশুর শরীরে আগুন ধরে যায় ও অগ্নিদগ্ধ অবস্থায় ঘটনাস্থলেই সে মারা যায়।
এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দিলে নিকটস্থ কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনোয়ার হোসাইন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
মদনপুর ইউপি’র ৮ নং ওয়ার্ড মেম্বার ইমন শাফি সাংবাদিকদের জানান, বিদ্যুৎ লাইন সরিয়ে নেয়ার জন্য বিল্ডিং এর মালিক আমির আলী পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ লাইন সরিয়ে নেয়ার কাজ প্রক্রিয়াধীন আছে। পল্লী বিদ্যুতের গাফিলতি ও লাইন সরিয়ে নেয়ার কাজ ধীর গতিতে চলছিলো। অবশেষে নিস্পাপ শিশু হান্নানের মৃত্যু হলো।
নিহতের স্বজনদের পক্ষ থেকে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের কথা রয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন