রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৯:১৬ পূর্বাহ্ন
মোঃ সারোয়ার রূপগঞ্জ সংবাদদাতাঃ
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী বাসস্ট্যান্ডে সফিউল্লাহ কমিশনার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টা অগ্নিকান্ডের ঘটনায় মা টেলিকমসহ ৪টি দোকানে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ডেমরা সারুলিয়া থেকে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।
এব্যাপারে ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এস এস আব্দুল মান্নান জানান, রূপসী বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটের ৪ টি দোকান আগুনে পুড়ে গেছে। দোকানগুলো ছিলো বিকাশ, সেলুন ও কসমেটিক্সের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে আনুমানিক ২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আপনার মতামত কমেন্টস করুন