রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৮:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্কঃ
মদনপুর থেকে জয়দেবপুর সড়কের সোনারগাঁও উপজেলার বস্তল এলাকায় ট্রাকের ধাক্কায় শাহজালাল মৃধা (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। (৪ জুলাই) শনিবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেছে। নিহত শাহজালাল মৃধা অত্র উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইদ্রিস আলী মৃধার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, মদনপুর থেকে জয়দেবপুর সড়কের বস্তল এলাকায় শনিবার সন্ধ্যায় শাহজালাল মৃধা ঢাকা থেকে বাড়ি ফিরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিহত শাহজালাল মৃধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
আপনার মতামত কমেন্টস করুন