বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আর এ কার্যক্রম উপলক্ষ্যে শনিবার সকালে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেনের সার্বিক তত্বাবধানে উক্ত সভায় মুছাপুর ইউপি’র ৬নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বন্দর থানার সাব ইন্সপেক্টর ও বিট অফিসার সৈয়দ আজিজুল হক ও বিশেষ অতিথি হিসেবে অত্র ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার সোহেল রানা উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় চেয়ারম্যান মাকসুদ হোসেনের পুত্র মাহমুদুল হাসান শুভ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রাহাত আহম্মেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, যুবলীগ নেতা নূরুদ্দিন ও লোকনাথ গোস্বামী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আজিজুল হক বলেন, ‘পুলিশের সাথে জনগণকে সম্পৃক্ততা করার নামই হচ্ছে বিট। পুলিশের কার্যক্রমকে গণমুখী ও জনবান্ধব করা এবং জনগণের দ্বোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেয়ার লক্ষ্যেই আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক বিট পুলিশিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার নিয়মিত আসবে। তার কাছে সমস্যা খুলে বললে সে অনুযায়ী তিনি আইনী পরামর্শ দিবেন। যে কোন অপরাধ, অন্যায় ও অপতৎপরতার তথ্য আপনারা দিবেন। কথা দিচ্ছি তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। তবে ভুল তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবেন না’। এসময় স্থানীয়রা তাদের মতামত তুলে ধরেন এবং পুলিশকে সহায়তা করার আশা ব্যক্ত করেন।
আপনার মতামত কমেন্টস করুন