রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ন
কিবরিয়াঃ
ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ৩০অক্টোবর শুক্রবার বাদ জুমআ নারায়গঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ড সোমবাড়িয়া বাজার প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চৌরাপাড়া সোবাড়িয়া বাজার বাইতুর মামুর জামে মসজিদের ইমাম ক্বারী রফিকুল আয়োজনে শুক্রবার জুম্মার পর (৩০ অক্টোবর) দুপুরে চৌরাপাড়া সোবাড়িয়া বাজার প্রাঙ্গন এলাকায় কর্মসূচী পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন দৈক্ষিন লক্ষন খোলা বড় সমাজের ইমাম মাওলানা আল আমিন ,চৌড়াপারা বড় সমাজের ইমাম ওবায়দুল্লা,দৈউলি সমাজের ইমামা,চৌরাপাড়া ছোট সমাজের ইমাম আরো উপস্থিত হাজ্বী সাইদুর রহমান লিটন,বীর মুক্তি যোদ্ধা জাফরুল্লাহ সাউদ,জাতীয় পার্টির নেতা সাওন সাগর,মোঃগাজী,হাজ্বী ইকবাল, ইমরান সাউদ,টিটু সাউদ,ইমরান,শাকিল,সুজন,২৪ নং ও ২৫ নং ওয়ার্ডে মুসল্লিগন।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপন করতে হবে।
আপনার মতামত কমেন্টস করুন