শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:৪৪ অপরাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, ‘এমপি লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জের লাখো আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুভূতিতে আঘাত করেছে। আপনাকে ধিক্কার জানাই। জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ে এমপি হয়ে তার একজন পরীক্ষিত কর্মীকে অপমান করবেন আওয়ামী লীগ তা সহ্য করবেনা। বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়েনা। সন্ত্রাসী কর্মকান্ড করলে শেখ হাসিনার সরকার তাকে ছাড়বেনা। অবিলম্বে আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য খোকা সাহেব আপনি দায়ী থাকবেন। আপনি সাবধান হয়ে যান। সরকারি কাজে বাধা দিলে ফৌজদারী অপরাধ হয়। তিনি ফৌজদারী অপরাধ করার পরও প্রশাসন আজ নিরব কেন? কিসের ভয়ে? কেন এখনো পর্যন্ত এ্যকশনে যাচ্ছে না? যারা এ কাজটি করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। নতুবা এ আন্দোলন লাগাতার চলবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন রাখবো, অনতিবিলম্বে এই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক’।
সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের মূল ফটকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের নামফলক নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকার নির্দেশে ভাঙ্গা হয়েছে এমন অভিযোগ এনে (২১ নভেম্বর) শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এক বক্তব্যে এডভোকেট আনিসুর রহমান দিপু এসব কথা বলেন।
আপনার মতামত কমেন্টস করুন