শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
বিজয় দিবস উপলক্ষ্যে কাঁচপুর ইউপি’র ১নং ওয়ার্ডস্থ কুতুবপুর মধ্যপাড়ায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম প্রধান বলেন, ‘বিজয় দিবস উপলক্ষ্যে সকলকে শুভকামনা, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ১৯৭১ সালে রক্তক্ষয়ী দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদের অর্জিত এই স্বাধীনতা। লাখো বাঙ্গালীর প্রাণের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়। আমি সকল শহীদদের প্রতি দোয়া কামনা করছি যাতে আল্লাহ তাদের বেহেশ্ত নসিব করেন। সমবেদনা জানাচ্ছি সকল শহীদ পরিবারের প্রতি। তার পাশাপাশি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বিজয় দিবসে অঙ্গিকার করতে চাই যে, আমরা মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলবো’।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে লিটু, আলমগীর, তরিকুল ও কামান উপস্থিত ছিলেন এবং সুমন ও আকরাম সহ যুবসমাজের উদ্যোগে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত কমেন্টস করুন