শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ১নং সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নের বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। জনগণের ভোটে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে সংগঠিত করেছেন এবং বাংলাদেশকে বিশ্বের ভূখন্ডে একটি উন্নত রাষ্ট্র হিসেবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিটি সেক্টরে আজ আমরা উন্নতি সাধন করেছি। স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে আর প্রতিবাদ নয় এবার প্রতিরোধ করতে হবে। যারা ধর্মের নামে সাধারণ মানুষের উন্নয়নের কাজে বাধা দিচ্ছে, তাদের এই দেশে বাস করার আর কোন সুযোগ নেই। জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে উন্নয়ণের শিখরে নিয়ে যাচ্ছেন তার ধারাবাহিকতা রক্ষা করতে সকল কুচক্রি মহলকে নস্যাৎ করতে হবে বিজয়ের মাসে এই শপথ ও প্রত্যয় ব্যক্ত করছি’।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে (১৮ ডিসেম্বর) শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এক বক্তৃতায় ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল হাইয়ের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল, যুগ্ম সম্পাদক আলহাজ¦ অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু), শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গির আলম, দপ্তর সম্পাদক এম এ রাসেল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দনশীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন সাজনু,
জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, বৈদ্যেরবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহাবুব সরকার, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব মাহবুব খাঁন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আপনার মতামত কমেন্টস করুন