বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
দেশের শীর্ষ সারির শিল্পপতি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাশেম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। (২৪ ডিসেম্বর) বুধবার রাত সোয়া ১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
তার মৃত্যুতে গভীর শোক সহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল।
গণমাধ্যমকে দেয়া এক শোক বার্তায় কাউন্সিলর বাবুল জানান,‘তিনি অনেক গুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন। তিনি তার কর্মদক্ষতা ও গুণের কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশের ব্যবসায়িক অঙ্গনে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। করোনাকালীন সময়ে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মহীন মানুষকে ব্যাপকভাবে সহায়তা করা হয়েছে। আমাদের ২৭নং ওয়ার্ডের অসহায় ও কর্মহীন মানুষদেরকেও নগদ অর্থ সহায়তা দিয়েছেন। অত্র ওয়ার্ডে স্টার পার্টিকেল বোর্ড এবং পারটেক্স ক্যাবল ফ্যাক্টরী প্রতিষ্ঠা করায় স্থানীয় অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মানুষের জীবনমানের উন্নতি হয়েছে। এমনকি সারাদেশে হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এই পারটেক্স গ্রুপ।
আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যাতে তাকে জান্নাত নসীব করেন সেই দোয়া জানাচ্ছি ও শোক সন্তপ্ত সমগ্র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি’।
আপনার মতামত কমেন্টস করুন