শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৬:৩৪ পূর্বাহ্ন
দ্বীন ইসলাম ও শামীমঃ
পহেলা জানুয়ারিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বই উৎসব ও বই বিতরণের দিন হিসেবে সরকারিভাবে ঘোষণা করার পর থেকেই দেশে প্রতি বছর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির নতুন বই তুলে দেয়া হয়।
শুক্রবার সকাল ১০টায় সমগ্র দেশের সাথে মিল রেখে নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
বই বিতরণের পূর্বে অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন বলেন, ‘নতুন বছরের ১ম দিনেই দেশের সকল শিক্ষার্থীদের হাতে সরকার বিনামূল্যে বই পৌছে দেবার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবীদার। এটা সরকারের একটা বিরাট সাফল্য। বই শিক্ষা গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন বই পেলে শিক্ষার্থীদের মনে আনন্দ জাগে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি যাতে নতুন বছর সবার জন্য আনন্দময় ও সুখের হয়। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনক্রমেই সফলতা আসবেনা। প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা অর্জন করে সুনাগরিক হতে হবে এবং ভাল ফলাফল অর্জন করে স্কুলের ও মা-বাবার সুনাম বাড়াতে হবে। করোনার জন্য শিক্ষা কার্যক্রম অনেকাংশে ব্যাহত হয়েছে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ায় বেশী বেশী মনোযোগী হবার আহবান জানাচ্ছি’।
এসময় অত্র স্কুলের সহকারি প্রধান শিক্ষক শাহ কামাল হুসাইন, ম্যানেজিং কমিটির সাধারণ শিক্ষক সদস্য শাহ গোলাম রব্বানী, তায়ফুর রহমান বাবুল, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোসাম্মৎ রেক্সোনা, অভিভাবক সদস্য মোঃ ফারুক, মনিরুজ্জামান (জামান), শফিকুল ইসলাম ও নূর আলম ভূঁইয়া (ফারুক), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাজমা আক্তার, কো-অপ্ট সদস্য মোঃ কাইয়ুম, গণ্যমান্য ব্যক্তিবর্গদের পক্ষ থেকে হাজী তাওলাদ হোসেন ও ইকবাল হোসেন সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পদাচারণায় ও নতুন বই পাওয়ার আনন্দে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নতুন বই নিয়ে আনন্দচিত্তে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে দেখা গেছে।
আপনার মতামত কমেন্টস করুন