শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:০১ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, ‘আমাদের প্রতীক নৌকা। আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবেন, আমরা সম্মিলিতভাবে কাজ করে ও জনগণের মূল্যবান ভোটের মাধ্যমে তাকেই বিজয়ী করবো ইনশাআল্লাহ। সোনারগাঁয়ে আওয়ামী লীগে কোন বিভক্তি নেই। যারা সোনারগাঁয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে তারা সবাই আজ এক মঞ্চে। কিছু সুবিধাবাদি মুজিব কোট লাগিয়ে নিজেকে বড় নেতা ভাবে। তারা জাতীয় পার্টির বি টিম। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ছাড় দিয়েছি বিধায় লিয়াকত হোসেন খোকা আপনি এমপি হয়েছেন। এখন আপনার স্ত্রীকে মেয়র বানাতে চাইছেন। আপনার এ স্বপ্ন কোনদিন পূরণ হবেনা। আপনার হুমকি, ধমকি ও ক্যাডার বাহিনীকে কেউ তোয়াক্কা করেনা। সোনারগাঁয়ে আওয়ামী লীগের কিসের আহবায়ক কমিটি? ১ বছর হয়ে গেছে কিন্তু কোন কাজ তারা দেখাতে পারেনি। তারা সুবিধাবাদি। শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল নেতা-কর্মীদেরকে আহবান জানাচ্ছি’।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জে (১০ জানুয়ারি) রোববার বিকেলে সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল্লাহ আল কায়সার এসব কথা বলেন।
এসময় সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আরিফ মাসুদ বাবু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম নান্নু, সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন