শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৪:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জে ১০ জানুয়ারি রোববার বিকেলে সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভাকে সফল করতে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিনের নেতৃত্বে অত্র উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, অত্র উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মীরা বিশাল একটি মিছিল নিয়ে উক্ত সভাস্থলে উপস্থিত হন। সভায় উপস্থিত সকলে করতালি দিয়ে তাদের মিছিলকে অভিনন্দন জানান।
উক্ত মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি দুলাল, সাংগঠনিক সম্পাদক রফিক, প্রচার সম্পাদক নাজমুল, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব সহ স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার ও প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম উপস্থিত ছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন