বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। উক্ত কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি এবং তাদের সুযোগ্য পুত্র অয়ন ওসমান।
উল্লেখিত ৩জনকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
গণমাধ্যমকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় নাসির জানান, ‘ফতুল্লা থানা আওয়ামী লীগের কমিটি একটি শক্তিশালী কমিটি হিসেবে গঠিত হয়েছে বলে আমরা মনে করি। যে সকল নেতাকে নিয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে তারা পরিক্ষিত ও দক্ষ রাজনীতিবিদ। তাদের প্রত্যেককে সংগ্রামী সালাম ও মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি।
বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও প্রাণপ্রিয় নেতা একেএম শামীম ওসমান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি এবং তাদের সুযোগ্য পুত্র অয়ন ওসমানকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি তাদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি’।
আপনার মতামত কমেন্টস করুন