শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ মাঠে (১৩ জানুয়ারি) বুধবার বিকেলে বন্দর উপজেলা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন পরিষদের আয়োজনে এক আলোচনা সভা, অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামান্যচিত্রের মাল্টিমিডিয়া প্রদর্শণ করা হয়েছে।
উক্ত সভাকে সফল করতে ধামগড় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসাইন মোল্লা, সাধারণ সম্পাদক গাজী খোকন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির জিলানী’র নেতৃত্বে একটি বিশাল মিছিল উক্ত সভাস্থলে উপস্থিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে করতালি দিয়ে তাদের মিছিলকে অভিনন্দন জানান। উক্ত মিছিলে শ্রমিক লীগ নেতা মাহাবুব আলম সহ শ্রমিক লীগের অন্যান্য নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন পরিষদের আহবায়ক রোমান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল), প্রধান আলোচক হিসেবে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান উপস্থিত ছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন