সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার ঘোষক ও শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই মহান নেতাকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম।
গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে শাহ আলম জানান, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এ বাংলায় জন্ম না নিলে হয়ত স্বাধীনতা, বাঙ্গালী জাতির জন্য থেকে যেত অধরা ও অসম্ভব একটা বিষয়। ১৯৭১ সালের ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান ঘোষণা করেন বাঙ্গালীর মুক্তির সনদ, ঘোষণা আসে স্বাধীনতার। তিনি ছিলেন একাধারে বাংলাদেশের ৭ম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও বীরমুক্তিযোদ্ধা। তার প্রজ্ঞা, মেধা, দেশপ্রেম, সঠিক নেতৃত্বের গুণাবলী ও মানুষকে ভালবাসার মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তার শাসনামলে ক্ষুধা দারিদ্রতা মুক্ত একটি স্বণির্ভর বাংলাদেশ গঠন সম্ভব হয়েছিল এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন ও বিশ্বের বুকে বাংলাদেশ একটি ইতিবাচক সম্মান নিয়ে এগিয়ে গিয়েছিল।
১৯ জানুয়ারি এই মহান নেতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি’।
আপনার মতামত কমেন্টস করুন