শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:৫৫ অপরাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ বন্দরে হারেজ আলী নূরানী হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার ১৯ জানুয়ারি বিকেলে ২নং মাধবপাশা হারেজ আলী নূরানী হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল ভিতরনের পূর্বে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার বিভিন্ন বিষয় প্রশ্ন করে এবং ঘুরে ঘুরে মাদ্রাসাটি পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন , বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, হারেজ আলী নূরানী হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানার ম্যানেজিং কমিটির রফিক প্রধান, মিজান প্রধান, শাহিন, আসাদ মাস্টার, খোকন, আশিক, আঃ রব, জমিস উদ্দিনসহ কমিটির নেতৃবৃন্দ। পরে ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন