সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) বলেছেন, ‘শহরের দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবীতে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা হিন্দু সম্প্রদায়ের গণসমাবেশে দেয়া আমার একটি বক্তব্য রোববার স্থানীয় কিছু পত্রিকায় বিকৃত করে ছাপা হয়েছে।
সেখানে সাংবাদিক ভাইয়েরা লিখেছেন, আমি নাকি বক্তব্যে বলেছি যে, আপনারা নৌকায় ভোট দিবেন না। এটা সাংবাদিক ভাইদের নিছক রসিকতা মাত্র। এটা পত্রিকার কাটতি বা পত্রিকার প্রতি পাঠকের আকর্ষণ বাড়ানোর একটি কৌশল বলে আমি মনে করি।
আমি বক্তব্যে বলেছি, যারা নৌকার প্রার্থী হিসেবে মনোনীত হয়ে ভোটের জন্য জনগণের কাছে যায় কিন্তু নির্বাচিত হয়ে যারা জনগণকে ভুলে যায়, জনগণকে কাঙ্খিত সেবা দেয়না ও জনগণের সাথে যারা বেঈমানী করে তাদেরকে আপনারা ভোট দিবেন না। তাদেরকে ভোট দেয়া থেকে আপনারা বিরত থাকুন।
সম্পূর্ণ নিউজে সব ঠিকঠাক লিখে হেডলাইনে আমার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। বিষয়টির সাথে আমি ভিন্নমত পোষণ করছি। বিষয়টি সত্য নয়। নৌকায় ভোট দিবেন না এধরণের বক্তব্য স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা দিয়ে থাকে। আমরা মুজিব আদর্শের পরীক্ষিত সৈনিক এবং আমরা সর্বদা দলের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা চালিয়ে জনগণকে নৌকায় ভোট দানে উদ্বুদ্ধ করে যাচ্ছি। সর্বদা আমাদের দলের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে জনগণকে অনুরোধ জানাচ্ছি। তথাপি এধরণের বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করা রাজনৈতিক স্ট্যান্ডবাজির নামান্তর বলে আমি মনে করি। সাংবাদিক ভাইদেরকে আরও দায়িত্বশীল হবার জন্য অনুরোধ জানাচ্ছি’।
আপনার মতামত কমেন্টস করুন