সোমবার, ০৮ মার্চ ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
বন্দরে ইলিয়াস ট্রেডার্স নামে এক বস্তার ওয়েস্টেজ ও চট্টি কারখানায় অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত পৌনে ১টায় বন্দর থানার সোনাচরা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও কারখানার মেশিনারীজ পুড়ে গিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মালিকপক্ষ গণমাধ্যমকে জানিয়েছেন।
অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার র্সাভিস দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘন্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে ইলিয়াস ট্রেডার্সের মালিক আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, আমি বস্তার ওয়েস্টেজ ও চট্টি সংগ্রহ করে মেশিনের সাহায্যে নতুন করে তৈরি করে থাকি। গত শনিবার রাতে রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে ও পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা অগ্নিসংযোগ করলে কারখানার মেশিনারীজ সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়ে আমার প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন