সোমবার, ০৮ মার্চ ২০২১, ০১:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের উন্নয়নকল্পে অত্র ইউনিয়নের গকুলদাসের বাগে অবস্থিত জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে (১৯ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
উক্ত সভাকে সফল করতে আসন্ন ধামগড় ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ব্যবসায়ী মোঃ ওমর ফারুকের নেতৃত্বে এক বিশাল মিছিল সভাস্থলে উপস্থিত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে করতালি দিয়ে তার মিছিলকে অভিনন্দন জানান। এদিন তার নেতৃত্বে মিলন, মনজুর, আনিস, আবু সালেহ, মহাসিন, নাদিম, কালাম, রহমত উলাহ, সেলিম সহ আমৈর, কান্দাপাড়া, বটতলা, যুগিপাড়া, চানদের বাড়ি করৈয়াবাড়ির অসংখ্য ব্যক্তিবর্গ ও তার অনুগামী কর্মী সমর্থকরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়েছেন।
আপনার মতামত কমেন্টস করুন