বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১১:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আয়নাল হক ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজিজুল হক (আজিজ)।
এক শুভেচ্ছা বার্তায় আজিজুল হক গণমাধ্যমকে জানান, ‘এমপি শামীম ওসমান তিনি আমাদের গর্ব ও আমাদের নারায়ণগঞ্জের অহংকার। তিনি নারায়ণগঞ্জের আওয়ামী রাজনীতির সিংহপুরুষ এবং আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর প্রাণের স্পন্দন। তিনি ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবারের সুযোগ্য উত্তরসূরী এবং তিনি নিজেও বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনীতিবিদ। ৩ বার সাংসদ নির্বাচিত হয়ে যিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মা, মাটি ও মানুষের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। এই বর্ষিয়ান রাজনীতিবিদের জন্মদিন উপলক্ষ্যে আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা সহ তার দীর্ঘায়ু ও আরও সফলতা কামনা করছি’।
উল্লেখ্য, তিনি ১৯৬১ সালের ২৮ ফেব্রæয়ারি ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক একেএম শামসুজ্জোহা ও ভাষা সৈনিক নাগিনা জোহার ঘরে জন্ম নিয়েছেন।
আপনার মতামত কমেন্টস করুন