বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
সোনারগাঁ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ে কেক কেটে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের ৬১তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুম আহম্মেদ, সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুম, যুবলীগ নেতা আরিফ প্রধান, জাকির হোসেন, সেলিম ও দুলাল সাউদ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেক কাটার পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুল ইসলাম খাঁন লিটন গণমাধ্যমকে বলেন, ‘এমপি শামীম ওসমান তিনি আমাদের গর্ব ও আমাদের নারায়ণগঞ্জের অহংকার। তিনি নারায়ণগঞ্জের আওয়ামী রাজনীতির সিংহপুরুষ এবং আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর প্রাণের স্পন্দন। তিনি ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবারের সুযোগ্য উত্তরসূরী এবং তিনি নিজেও বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনীতিবিদ। ৩ বার সাংসদ নির্বাচিত হয়ে যিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মা, মাটি ও মানুষের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। এই বর্ষিয়ান রাজনীতিবিদের জন্মদিন উপলক্ষ্যে আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা সহ তার দীর্ঘায়ু ও আরও সফলতা কামনা করছি’।
আপনার মতামত কমেন্টস করুন