বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১০:০৮ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
মহান স্বাধীনতা দিবস ও বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে ধামগড় ইউপি’র ৬নং ওয়ার্ড মেম্বার গাজী মোঃ কবির হোসেনের সার্বিক তত্বাবধানে ও ৬নং ওয়ার্ড যুবসমাজের আয়োজনে অত্র ওয়ার্ডের গকুলদাসেরবাগ মাওলানা মরহুম হাবিবুল্লাহ সাহেবের মিল সংলগ্ন মাঠে চলমান নাইট শর্ট ক্রিচ ক্রিকেট টুর্নামেন্টের লীগ পর্বের একটি গুরুত্বপূর্ণ খেলায় (ম্যাচে) ১৪ মার্চ রোববার সন্ধ্যায় বীরমুক্তিযোদ্ধা হযরত আলী একাদশ নির্ধারিত ১২ ওভারে ৯২ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৯৪ রান সংগ্রহ করে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ একাদশ।
গাজী মোঃ মামুনুর রশিদ উল্লেখিত বীরমুক্তিযোদ্ধা হযরত আলী একাদশের পৃষ্ঠপোষক বলে জানা গেছে। বীরমুুক্তিযোদ্ধা ওসমান গণি ভূঁইয়া একাদশ, বীরমুুক্তিযোদ্ধা আব্দুল লতিফ একাদশ, বীরমুুক্তিযোদ্ধা ছামির আলী ভূঁইয়া একাদশ, বীরমুুক্তিযোদ্ধা হযরত আলী একাদশ, বীরমুুক্তিযোদ্ধা আব্দুল আজিজ একাদশ ও বীরমুুক্তিযোদ্ধা শহীদুল্লাহ একাদশ নামে ৬টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বলে জানায় আয়োজকরা।
আপনার মতামত কমেন্টস করুন