বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে বুধবার সকালে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে কিছুসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন যারা বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃত্তি করেন।
অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী নার্গিস মাকসুদ বলেন, ‘সবাইকে মুজিববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি অনেক অনেক দোয়া জানাচ্ছি যাতে আল্লাহ তাকে বেহেশত নসীব করেন। বঙ্গবন্ধু অনেক গুণে গুনান্বিত একজন মানুষ ছিলেন। তার ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমরা সর্বত্র বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দিন দেশের মানুষের জন্য কাজ করছেন। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে একটি অন্য উচ্চতায় তিনি পৌছে দিয়েছেন। আমরা তার নেতৃত্বে কাজ করে বাংলাদেশকে আরও অনেক দূরে এগিয়ে নিতে চাই’।
এসময় অত্র স্কুলের সহকারি প্রধান শিক্ষক শাহ কামাল হোসাইন, স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি শাহ গোলাম রব্বানী ও তায়ফুর রহমান বাবুল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রেক্সোনা বেগম, অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, কো-অপ্ট সদস্য আব্দুল কাইয়ুম, গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্য থেকে ইকবাল হোসেন সহ অত্র স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেন অতিথিরা।
আপনার মতামত কমেন্টস করুন