বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১০:০২ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারী সহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের অবস্থানের বিষয় নিয়ে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত সৃষ্ট তান্ডব এবং সে তান্ডবে হেফাজত ইসলামের কর্মী ও সমর্থকদের সাথে কিছু ইন্ধনদাতাদের মদদে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ব্যবসা প্রতিষ্ঠান, বাসা ও ব্যবহৃত গাড়ি ব্যাপকভাবে ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত ঘটনার প্রেক্ষিতে রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শণ শেষে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সম্মুখে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) তার বক্তব্যে বলেন, ‘অন্যায়কারীরা কখনোই ছাড় পায়নি। ইতিহাস তাদের ক্ষমা করেনি। বিচার তাদের হয়েছে। যারা ভাংচুর চালিয়েছেন তাদের উদ্দেশ্য বলবো, কি দোষ খেটে খাওয়া মানুষের?। কেনইবা তাদের এতো বড় ক্ষতি করলেন? আওয়ামী লীগ অনেক সহ্য করেছে। আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান ডেকেছি। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি দিব। তবে একটা আওয়ামী লীগের কর্মীর উপর হাত দেয়া হলে সেই হাত থাকবেনা। যারা আওয়ামী লীগের কার্যালয় ভেঙ্গেছে ও নান্নুর বাসায় হামলা চালিয়েছে তাদেরকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। মনে রাখতে হবে আওয়ামী লীগ আছে এবং থাকবে ইনশাআল্লাহ’।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু), সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, উপ-প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য বাবুল ওমর বাবু, আরিফ মাসুদ বাবু, মাহমুদা আক্তার ফেন্সী, মোহাম্মদ আলী হায়দার, মোস্তাফিজুর রহমান মাসুম, জহিরুল হক, মাসুদ রানা মানিক, এডভোকেট আবু তাহের ফজলে রাব্বি, লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল, মাহাবুবুর রহমান লিটন, গাজী মজিবুর রহমান, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি,
সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছগির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি আরমান মেরাজ, যুগ্ম সম্পাদক লিটন খাঁন, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন, সদস্য সচিব সৈয়দ শামীম, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন