বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রোববার সন্ধ্যায় কার্গো জাহাজের ধাক্কায় সাবিত আল আসাদ নামের একটি লঞ্চ ডুবে এ পর্যন্ত ২৮ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক সহ মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল)।
এক শোক বার্তায় ভিপি বাদল জানান, ‘এ দূর্ঘটনার খবর শুনে আমি মর্মাহত। এ ঘটনায় গভীর শোক সহ মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে মহান আল্লাহতায়ালা প্রত্যেককে জান্নাতবাসী করেন সেই দোয়া জানাচ্ছি ও শোক সন্তপ্ত প্রতিটি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার জন্য সরকারের ও বিত্তবানদের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি’।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি এবং বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকেই পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে যদি কারোর অবহেলা বা খামখেয়ালীর কারণে এ ঘটনা ঘটে থাকে, যদি এমন কোন বিষয় তদন্ত প্রতিবেদনে উঠে আসে তাহলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি’।
আপনার মতামত কমেন্টস করুন