বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন
নিউজ নারায়ণগঞ্জ ৭১ ডট কমঃ
সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের অবস্থানের বিষয় নিয়ে গত শনিবার সৃষ্ট তান্ডব এবং সে তান্ডবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থান এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির বাসায় ব্যাপকভাবে ভাংচুর চালানো হয়েছে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে বুধবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ও ক্ষতিগ্রস্থদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসস্থান পরিদর্শণে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেখানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও আসন্ন বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুলের নেতৃত্বে বারদী ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় উপস্থিত হন এবং তারা করতালির মাধ্যমে ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিবাদন জানান।
আপনার মতামত কমেন্টস করুন